হঠাৎ করে কলেজের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির অভিযোগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ে সোমবার দ্বিতীয় বর্ষের ছাত্রীরা একজোট হয়ে কলেজের পঠনপাঠন বন্ধ করে বিক্ষোভে সামিল হল। ছাত্রীদের অভিযোগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে দুর্গাপুরে তিনটি কলেজ রয়েছে। অন্যান্য কলেজের তুলনায় দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের ফি অনেকটাই বেশি হারে বৃদ্ধি করা হয়েছে। কলেজ পড়ুয়াদের অভিযোগ, প্রথম বর্ষের ভর্তির ফি ১০৬০ টাকা ও মাসিক ফি ১৫০ টাকা ছিল। কিন্তু দ্বিতীয় বর্ষে কলা বিভাগের ভর্তির ফি করা হয়েছে ২৬১৫ টাকা এবং সেই অনুপাতে মাসিক ফিও বেড়েছে। তা ছাড়া পড়ুয়াদের সরকারি বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে।
দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌলমী সরকার বলেন, ‘হঠাৎ করে কলেজে অতিরিক্ত ফি বৃদ্ধিতে অনেক পড়ুয়াই সমস্যায় পড়েছে।’ এতে পড়ুয়াদের পঠনপাঠন ব্যহত হবে বলে আশঙ্কা করছে পৌলমী সরকার। পৌলমীর অভিযোগ, এই সব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে গেলে কলেজের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া পড়ুয়াদের কোন কথা না শুনেই চলে যান। পৌলমীদের হুমকি, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে কলেজের ফি না কমায়, তাহলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনের পথ বেছে নিয়ে কলেজের পঠনপাঠন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেবে।
এদিকে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মধুমিতা জাজোদিয়া পড়ুয়াদের সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কলেজের ফি বৃদ্ধি যেমন তাঁর হাতে নেই। তেমনই কমানোর ক্ষমতাও তাঁর হাতে নেই। কলেজের সব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেয়। তাই বিষয়টি বিশ্ববিদ্যালয় দেখবে। আমার কোন কিছু করার নেই।’