আসানসোলের সাংসদ মেলার আদলেই দুর্গাপুরের চিত্রালয় রাজীব গান্ধি মেলা ময়দানে ২ জুন থেকে শুরু হচ্ছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে তুলে ধরতে ‘মোদী মেলা’। ২, ৩ ও ৪ জুন তিন দিন ধরে চলবে এই মেলা। মেলায় প্রধান মন্ত্রীর গত তিন বছরের সমস্ত উন্নয়নমুখী পরিকল্পনা গুলি প্রচারই হবে মূল আকর্ষন বলে জানা গেছে। মেলার উদ্ধোধন করবেন বিজেপি শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। মেলার প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান সকলের কাছে পৌঁছে দিতে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানো হতে পারে বলে বিজেপির দলীয় সূত্রে জানা গেছে। আসানসোলের সাংসদ মেলার সাফল্যের পর দুর্গাপুরে অনু্ষ্ঠিত মোদী মেলা কে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। দলীয় কর্মীদের উৎসাহ দিতে মেলায় যোগ দিতে বিজেপির অনেক শীর্ষ নেতৃবৃন্দও মেলা চলাকালীন দুর্গাপুরে আসতে পারেন বলে খবর।
Like Us On Facebook