শিল্পাঞ্চলের ছেলেমেয়েদের তালিম দিতে এনএসএইচএম-এর‌ সঙ্গে যৌথ উদ্যোগে প্রখ‍্যাত তবলা বাদক বিক্রম ঘোষ পারফর্মিং আর্ট অ‍্যাকাডেমি চালু করতে চলেছেন। কলকাতা ও দুর্গাপুর দুই জায়গায় এই অ‍্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে। কলকাতায় ১ সেপ্টেম্বর ও দুর্গাপুরে ১ অক্টোবর এই অ‍্যাকাডেমি চালু হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন বিক্রম ঘোষ।

এনএসএইচএম-এর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা এই অ্যাকাডেমিতে দুই বর্ধমান সহ আশপাশের জেলার ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বাদ‍্য যন্ত্র বাজানোর তালিম দেওয়া হবে পাশাপাশি বিক্রম ঘোষের স্ত্রী জয়া শীল এই অ‍্যাকাডেমিতে ভারত নাট‍্যম, ওডিসি, কত্থক নাচের প্রশিক্ষণ দেবেন। শনিবার দুর্গাপুরের সৃজনীতে এনএসএইচএমের এক অনুষ্ঠানে এসে সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রখ্যাত তবলচী বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ বলেন, আমি একাধিকবার আসানসোল ও দুর্গাপুরে এসে প্রোগ্রাম করেছি। শিল্পাঞ্চলে প্রচুর প্রতিভা আছে। কিন্তু ভালো গুরু নেই প্রশিক্ষণ দেওয়ার জন্য। ফলে জেলার ছেলে-মেয়েদের গানবাজনার তালিম নিতে কলকাতায় যেতে হয়। তাই পারফর্মিং আর্ট অ‍্যাকাডেমি ছেলে-মেয়েদের গানবাজনার প্রশিক্ষণের জন্য খুব কার্যকরী হবে বলে আমার বিশ্বাস।

Like Us On Facebook