জাতীয় সড়কের উপর কলকাতাগামী ভিন রাজ্যের আটকে পড়া পণ্যবোঝাই ট্রাক চালকদের হাতে খাবারের প‍্যাকেট তুলে দিতে উদ‍্যোগী হল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে কলকাতার যানজট রুখতে পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের চেক পোষ্ট থেকে আসানসোলের চেকপোস্ট পর্যন্ত বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া, বর্ধমান জেলার বর্ডার এলাকার বড়জোড়া ও বীরভূমের দুবরাজপুরে পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জাতীয় সড়কের মতো রাজ‍্য সড়কেও কলকাতার উদ্দেশ্যে যাওয়া ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিনভর পণ্যবাহী গাড়িগুলিকে বিভিন্ন পয়েন্টে আটকে রেখে সন্ধ্যার পর কলকাতার উদ্দেশ্যে রওনা করা হবে বলে জানা গেছে। ফলে স্থানীয় ট্রাক চালকদের মতো ভিন রাজ্যের ট্রাক চালকরাও জাতীয় ও রাজ‍্য সড়কের বিভিন্ন এলাকায় আটকে পড়ায় খাওয়া-দাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন। তাই আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর জোনের ট্রাফিক পুলিশের এসিপি শাশ্বতী সামন্ত শুক্রবার রাত থেকে নিজে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছেন বলে জানান। এসিপি শাশ্বতী সামন্ত বলেন জাতীয় সড়কের ধারে বিভিন্ন হোটেল থেকে খাবার ও জলের প‍্যাকেট দেওয়ার প্রস্তুতি চলছে।

Like Us On Facebook