গত বছর দুর্গোৎসবের সময় দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনের ডালিয়া দেবনাথ জাংশন মলের একটি শোরুম থেকে স্যামসুং মোবাইল কিনে স্ক্র্যাচ কার্ডের লটারিতে একটি বাইক জিতে নিয়েছিলেন।
বছর ঘুরতেই দুর্গাপুরের বেনাচিতির একটি মোবাইল শোরুম থেকে আর এক বহুজাতিক মোবাইল সংস্থা জিয়োনির মোবাইল কিনে সেই স্ক্র্যাচ কার্ডের লটারিতে ফের একটি বাইক পেলেন দুর্গাপুরের স্টিল টাউনশিপ সেকেন্ডারীর এক বাসিন্দা। পেশায় স্কুল শিক্ষক বাবুনাথ হেমব্রম ৩১ ডিসেম্বর বর্ষশেষের দিনটিতে জিয়োনি মোবাইলের বিশেষ অফারে স্ক্র্যাচ কার্ড লটারিতে একটি বাইক জিতে নেন। জিয়োনির কর্তারা বাইক বিজেতা বাবুনাথের হাতে বৃহস্পতিবার বাইকের চাবি তুলে দিলেন। বাবুনাথ মোবাইল কিনে পুরস্কার হিসাবে বাইক পেয়ে তাঁর খুশির কথা জানান।
Like Us On Facebook