অবশেষে পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে শিবানী বাবা তপন মুখার্জীর খুনি প্রদীপ চৌহানের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করল। মঙ্গলবার গভীর রাতে মৃত তপন মুখার্জীর মেয়ে শিবানী ও স্ত্রী সুনন্দা মুখার্জীকে দুর্গাপুর থানার পুলিশ জেরার প্রয়োজনে জরুরি তলব করলে মৃত তপন মুখার্জীর স্ত্রী সুনন্দা ও মেয়ে শিবানী দুর্গাপুর থানায় যান।
পুলিশ সূত্রে খবর, প্রায় দু’ঘন্টা ধরে দুঁদে পুলিশ আধিকারিকরা বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেন শিবানীকে। শিবানী প্রথমে বাবা তপন মুখার্জীর ঘাতক প্রদীপ চৌহানের সঙ্গে প্রেমের সম্পর্ক় ও বাড়িতে এলে দরজা খুলে দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করলেও বিভিন্ন প্রশ্নের ফাঁদে পা দিয়ে পরে স্বীকার করে নেয়। এদিন শিবানীর মা সুনন্দা মুখার্জীকেও পুলিশ এক দফা জেরা করে স্বামীর হত্যাকারীর প্রতি তাঁর অবস্থানও স্পষ্ট করেন। তপন মুখার্জী খুনের পরপরই তাঁর স্ত্রী সুনন্দা মুখার্জী তপন মুখার্জীর খুনির সঙ্গে তাঁর মেয়ের যে কোন সম্পর্ক নেই তা বোঝাতে সকলের নজর ঘোরাতে সম্পত্তি সংক্রান্ত বিষয়কে ঢাল করে সম্পত্তির জেরেই খুন বলে দাবি করেছিলেন।
পুলিশ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিল। কারণ এক ভিন রাজ্যের যুবক এসে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জেরে প্রাক্তন শিক্ষক তপন মুখার্জীকে খুন করবে এই দাবি তপন মুখার্জীর পড়শীরাও মানতে নারাজ। তপন মুখার্জীর পড়শীরা শিবানীর সঙ্গে প্রদীপ চৌহানের সম্পর্কে বাবা তপন মুখার্জী যে বাধা সেই দাবিকে জোরালো করেন এবং তপন মুখার্জীর স্ত্রী সুনন্দা মুখার্জীর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জেরে খুন এই তত্বকেও খারিজ করে দেন। পুলিশ পাড়াপড়শীদের বয়ানকে সামনে রেখেই মা সুনন্দা মুখার্জীকেও নজরে রেখেছেন বলে সূত্রের খবর। মঙ্গলবার গভীর রাতে শেষমেশ তপন মুখার্জীর স্ত্রী সুনন্দা মুখার্জীর দাবিকে ধুলিসাৎ করে দিয়ে দুঁদে পুলিশ আধিকারিকদের তথ্য প্রমাণের কাছে আত্মসমর্পণ করে শিবানী বাবার খুনি প্রদীপ চৌহানের দাবিকে শীলমোহর দিয়ে প্রদীপ চৌহানের সঙ্গে প্রেমের সম্পর্ক় ও বাবা যে তাঁদের সম্পর্কে বাধা ছিলেন সেকথা স্বীকার করে নিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই পুলিশ প্রদীপ চৌহান ও শিবানীকে মুখোমুখি বসিয়ে জেরা করবে। এবং স্বামী তপন মুখার্জী খুনের পর যে ভাবে শিবানীর মা সুনন্দা মুখার্জী মেয়েকে বাঁচাতে তৎপরতা শুরু করেন স্বভাবতই সুনন্দার ভূমিকাও পুলিশ খতিয়ে দেখতে চায়। আপাতত সুনন্দা পুলিশের আতস কাঁচে থাকলেও শিবানীর বক্তব্যে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ প্রদীপ চৌহান ও শিবানীকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরা করলেই যে তপন মুখার্জী খুনের রহস্য পরিষ্কার হয়ে যাবে পুলিশ সে বিষয়ে প্রায় নিশ্চিত। মুখোমুখি জেরায় শিবানী দোষী প্রমাণিত হলে পুলিশ শিবানীকেও গ্রেফতার করতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।