১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) সোনা জিতে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল কুনাল সামন্ত। আন্তর্জাতিক এই মেধার লড়াইয়ে যোগ দিয়ে ছয় সদস্যের টিম ইন্ডিয়া ৪টি সোনা ও ২টি রুপো তুলে নেয়। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ফিজিক্স, বায়োলজি ও কেমিস্ট্রি বিষয়ে মেধার মূল্যায়ণ করা হয়।

৩-১২ ডিসেম্বর ২০১৭ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। বিশ্বের ৫০টি দেশের ৩০০ জন অনূর্ধ্ব-১৫ বছরের মেধাবী পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। আইজেএসও’র মত বিজ্ঞান মেধার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মেধা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয় ছয় সদস্যের ভারতীয় টিম। নির্বাচিত অখিল জৈন, মুদিতা গোয়েল, সুবর্ণ নাথ রায়, কুনাল সামন্ত, আদর্শ রাজ শা ও নিয়তি মেহতা এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতায় অখিল জৈন, মুদিতা গোয়েল, সুবর্ণ নাথ রায় ও কুনাল সামন্ত সোনা এবং আদর্শ রাজ শা ও নিয়তি মেহতা রুপো জিতে নেয়।

দুর্গাপুর স্টিল টাউনশিপ ত্রিলক রোডের বাসিন্দা কুনাল বিজ্ঞান মেধার এই বিশ্বমঞ্চে নিজের মেধার উৎকর্ষতা প্রমাণ করে সোনা তুলে নেয়। কুনাল দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র। বাবা দীপক সামন্ত ডিএসপিতে কর্মরত। মা শ্রাবন্তী সামন্ত নিপাট গৃহবধূ। কুনালের এই সাফল্যে তার স্কুল এবং আত্মীয়-প্রতিবেশীদের মধ্যে খুশির হাওয়া।

জানা গেছে, কুনাল ডিএভি মডেল স্কুলে পড়াশোনা করার পাশাপাশি সপ্তম শ্রেণি থেকে ফিটজী’র (FIITJEE) দুর্গাপুর সেন্টার থেকেও কোচিং নিচ্ছে। স্বভাবতই কুনালের এই সাফল্যে ফিটজীও গর্বিত। ফিটজী’র পক্ষ থেকে উচ্চশিক্ষার জন্য কুনালকে ৫০ লাখ টাকা স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফিটজী’র দুর্গাপুর সেন্টারের প্রধান, প্রদীপ কুমার রাউত বলেন, বিজ্ঞানের মেধাবী ছাত্র কুনালকে সাফল্যের পথে এগিয়ে দিতে পেরে আমরা গর্বিত। তার উচ্চশিক্ষার জন্য সংস্থার পক্ষ থেকে ৫০ লাখ টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

Like Us On Facebook