রেলের পরিচ্ছন্নতা-সমীক্ষায় রাজ্যের মুখ উজ্জ্বল করল দুর্গাপুর। বুধবার রেল মন্ত্রক ‘স্বচ্ছ রেল পোর্টাল’ (www.railswachh.in) নামে একটি ওয়েব সাইট চালু করল। এই পোর্টালে দেশের বিভিন্ন স্টেশন ও ট্রেনের র্যাঙ্কিং করা হয়েছে স্বচ্ছতার নিরিখে। এই পোর্টালে ৪০৭ টি স্টেশনের র্যাঙ্ক করা হয়েছে। তার মধ্যে ৭৫ টি ‘এ১ ক্যাটিগরি’ এবং ৩৩২ টি ‘এ ক্যাটিগরি’ স্টেশন। দুর্গাপুর স্টেশন সামগ্রিকভাবে পঞ্চম এবং এ ক্যাটিগরি স্টেশনের মধ্যে চতুর্থ স্থান পেয়েছে।
স্বচ্ছ ভারত মিশন উপলক্ষে গত বছর পরিচ্ছন্নতার সমীক্ষা শুরু করে রেল মন্ত্রক। এ বারের সমীক্ষায় সামগ্রিকভাবে প্রথম হয়েছে পঞ্জাবের বিয়াস। দ্বিতীয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। তৃতীয় তেলঙ্গানার খাম্মাম। চতুর্থ স্থানে আছে মহারাষ্ট্রের আহমেদনগর স্টেশন। পঞ্চম স্থানে দুর্গাপুর।
দেশের প্রথম ১০টি স্টেশন…
পশ্চিমবঙ্গের প্রথম ১০টি স্টেশন…