কুম্ভমেলার আগে উত্তর প্রদেশের প্রয়াগরাজ স্টেশন চত্ত্বর ‘পেন্ট মাই সিটি, পেন্ট মাই স্টেশন’ প্রকল্পের মাধ্যমে সাজিয়ে তোলা হয়। কুম্ভমেলায় আগত পুণ্যার্থীরা স্টেশন চত্ত্বরের সেই পেন্টিংয়ের ভূয়সী প্রশংসা করেন। এরপরই রেলের পক্ষ থেকে ছোট-বড় বিভিন্ন স্টেশনকে পেন্টিংয়ের মাধ্যমে সাজিয়ে তোলার কজ শুরু হয়।
দুর্গাপুর রেল স্টেশনেও শুরু হয়েছে সেই কাজ। থ্রি-ডি পেন্টিংয়ে সেজে উঠছে দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার সিঁড়িতে আঁকা হয়েছে জাতীয় পাখি ময়ূরের এক বিশাল ছবি। থ্রি-ডি আর্টের এই অসাধারণ কাজ দেখে যাত্রীরাও মুগ্ধ। অনেকেই এই অসাধারণ শিল্পকলার সঙ্গে নিজস্বী নিতে ভুলছেন না। দুর্গাপুর স্টেশনে আগত যাত্রীরা সব স্টেশনকেই যেন এইভাবে সাজিয়ে তোলা হয় সেই দাবি রাখেন।
বৃহস্পতিবার রেলের যাত্রী পরিষেবা কমিটির সদস্যরা দুর্গাপুর স্টেশন পরিদর্শনে এসে জানান, গোটা স্টেশন চত্ত্বরকেই নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। যাত্রী পরিষেবার উন্নয়নের পাশাপাশি স্টেশন চত্ত্বরকে নয়নাভিরাম করে তোলার নানান ভাবনা যে ভারতীয় রেল নিয়েছে সেকথা ঘোষণা করেন কমিটির সদস্যরা।