দুর্গাপুরের স্টেশন বাজারে এক বস্ত্র ব্যাবসায়ীর পরিবারের ছয়জন করোনা আক্রান্ত হওয়ার পর দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে দুর্গাপুর স্টেশন বাজার এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়। কোক ওভেন থানার পুলিশ আক্রান্তের বাড়ি ঘিরে দেয়। স্থানীয় এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যাতে আক্রান্তের বাড়ির সংলগ্ন পাশাপাশি বাড়ির লোকজন বাড়ির বাইরে বেরোতে না পারেন। পুলিশ কড়া নজরদারি রাখেছে গোটা এলাকায়। পাশাপাশি কোকওভেন থানার পুলিশ ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে বাজার এলাকা সহ আক্রান্ত ব্যাবসায়ীর বাড়ির আশপাশের এলাকা। বুধবার সকাল থেকে কোক ওভেন থানার ওসি সন্দীপ দাসের নেতৃত্বে এলাকায় চালানো হল ড্রোন দিয়ে নজরদারি। সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে দুর্গাপুর স্টেশন বাজার এলাকাকে কমটেনমেন্ট জোন ঘোষণা করায় দুর্গাপুর স্টেশন বাজার সাত দিন বন্ধ করা হয়েছে।

এদিন সকাল থেকেই কার্যত জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। সকালেই গোটা বাজার স্যানিটাইজ করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে বাজার ও বাজার সংলগ্ন করঙ্গপাড়া গ্রাম। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় গত দু’মাসে কয়েকজন করোনা আক্রান্ত হয়। কিন্তু একই এলাকায়, একই পরিবারে ছয়জনের একসাথে আক্রান্তের খবর সামনে আসায় নজিরবিহীন তৎপরতা এখন মহকুমা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে নিয়েছে। জানা গেছে, আক্রান্তরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠছেন। বস্ত্র ব্যাবসায়ীর দোকানের ৫০ জন কর্মী কোয়রান্টাইনে রয়েছেন। দুর্গাপুর মহকুমা প্রশাসন স্থানীয় মানুষকে গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হয়ে সতর্কতা হিসাবে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন করেছে।


Like Us On Facebook