শুধু নীরোগ থাকাই নয়, যোগ চর্চায় বয়সকে থমকে দেওয়া সম্ভব। দুর্গাপুরের ভিড়িঙ্গীর অরবিন্দ পল্লীর বাসিন্দা যোগ প্রশিক্ষক প্রায় ষাটের কোঠায় থাকা অঞ্জন ব্যানার্জি এবং তাঁর সুযোগ্যা শিষ্যা ষাটের কোঠায় বয়সে থাকা স্টিল টাউন শিপের চন্ডীদাসের বাসিন্দা সোনালী দে আন্তর্জাতিক যোগ ব্যায়াম প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন। দুর্গাপুরের দুই পৌঢ়ের‌ দুটি স্বর্ণপদক জয়ের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মুখ ফের উজ্জ্বল হল আন্তজার্তিক দরবারে।

গত ৮-৯ সেপ্টেম্বর ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে থাইল্যান্ডের বাংককে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ দুর্গাপুরের এই দুই পৌঢ় ট্রাডিশনাল যোগা বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক পান। পুরুষ ও মহিলা বিভাগের দুটি ইভেন্টই ৫০-৬০ বছরের প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা হয়। অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে দুজনেই এই দুটি প্রতিযোগিতায় অংশ নেন। কয়েকদিন আগে অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে দুর্গাপুরে ফিরেছেন। অঞ্জন ব্যানার্জি এবং সোনালী দে তাঁদের এই জয়কে উৎসর্গ করেন দেশের সঙ্গে সঙ্গে রাজ্য এবং দুর্গাপুর বাসীর উদ্দেশ্য। সেই সঙ্গে অঞ্জন ব্যানার্জি বলেন, ‘আমার এই জয়ের পিছনে সব থেকে বেশী যিনি উৎসাহ দিয়েছেন এবং সব রকম সাহায্য করেছেন তিনি আমাদের দুর্গাপুর যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রমা প্রসাদ হালদার। তাঁর কাছে আমি কৃতজ্ঞ।’

Like Us On Facebook