করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে রেশন সামগ্রী মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দুর্গাপুরের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করলেন। দুর্গাপুরের স্টেশন বাজার, শ্যামপুর ও নডিহার বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করেন মহকুমাশাসক। এদিন মহকুমা শাসকের সঙ্গে রেশন দোকান পরিদর্শন কালে সঙ্গে ছিলেন রেশনিং অফিসার স্বজল বসাক ও ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।

রেশনে দেওয়া সামগ্রীর গুণগতমানও এদিন পরীক্ষা করে দেখেন মহকুমাশাসক অনির্বাণ কোলে। এবং বেশকিছু রেশন দোকান থেকে নিম্ন মানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগের ভিত্তিতে রেশন সামগ্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন তিনি। মহকুমাশাসক বলেন, ‘দুর্গাপুর স্টিল টাউনশিপের সেন্ট্রাল রেশনিং গোডাউনের অনিয়মের অভিযোগ পেয়ে প্রশাসন থেকে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।’

Like Us On Facebook