দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে শিশু চুরি কাণ্ডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষজ্ঞ দিয়ে সন্দেহভাজন এক মহিলার স্কেচ আঁকিয়ে বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি শুরু করল বুধবার। বুধবার দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী এসিপি বিমল কুমার মন্ডল সন্দেহভাজনের স্কেচ আঁকানোর জন্য এক শিল্পীকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যান।

প্রসূতি পাপিয়া বিবি ও পাশের বেডের প্রসূতিদের এবং ঘটনার দিন উপস্থিত নার্সদের সঙ্গে কথা বলে যে মহিলার হাতে শিশুটিকে তুলে দেন অভিযুক্ত নার্স সেই সন্দেহভাজন মহিলার সম্ভাব্য স্কেচ আঁকা হয়। এরপরেই পুলিশ ওই ছবি নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে বুধবার। এদিকে বুধবার প্রসূতি পাপিয়া বিবির বাপের বাড়ি বীরভূম থেকে লোকজন এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চুরি যাওয়া শিশু ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। শিশুটি ফিরিয়ে দিতে না পারলে হাসপাতালে বোমা মারার হুমকি দেন় পাপিয়া বিবির আত্মীয়রা বলে অভিযোগ। পুলিশ তড়িঘড়ি এসে বিক্ষোভ কারীদের হটিয়ে দেয়। এদিন ফের অশান্তির আঁচ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।

দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের কর্মীরা বুধবার পাপিয়া বিবির সঙ্গে সাক্ষাৎ করতে যান। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী বলেন প্রসূতি ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এক সন্দেহভাজন মহিলার স্কেচ আঁকা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই ধরা যাবে মূল অভিযুক্তকে।

Like Us On Facebook