অঙ্গ দানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ছোট্ট মধুস্মিতার নিথর দেহ মিশন হাসপাতাল কর্তৃপক্ষ তুলে দিল মধুস্মিতার পরিবারের হাতে। রবিবার রাত্রি আটটা নাগাদ মধুস্মিতার নিথর দেহকে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও নিরাপত্তা রক্ষীরা ফুলের তোড়া দিয়ে সম্মান জানিয়ে মধুস্মিতার পরিবারের লোকজনদের হাতে সৎকারের জন্য তুলে দেন। অঙ্গদানের মত সাহসী পদক্ষেপ নেওয়ায় মধুস্মিতার বাবা-মায়ের প্রশংসা করলেন দুর্গাপুরবাসী। শেষবেলায় গোটা দুর্গাপুর স্যালুট জানালো মধুস্মিতাকে।

জানা গেছে, মধুস্মিতার দেহ প্রথমে বাঁকুড়ার মেজিয়া পাওয়ার প্ল্যান্টে মধুস্মিতার আবাসনে পৌঁছাবে, পরিবারের সদস্য সহ স্থানীয়রা শেষ বারের জন্য সম্মান জানানোর জন্য তারপর দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে মধুমিতার দেহ মিশন হাসপাতাল থেকে বের করার সময় শোকে মূহ্যমান মধুস্মিতার বাবা দিলীপ বায়েন ও মা অর্চনা বায়েন সংজ্ঞা হারিয়ে ফেলায় তাঁদের দুই জনকেই মিশন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থার উন্নতি হলে মধুস্মিতার মরদেহ নিয়ে পরিজনেরা রওনা দেন মেজিয়ার উদ্দেশ্যে।


Like Us On Facebook