এবার মোমো চ্যালেঞ্জের আমন্ত্রণ পেল রাজবাঁধের রাহুল ফাউন্ডেশন ল’কলেজের শুভেন্দু বন্দ্যোপাধ্যায় নামে আইনের তৃতীয় বর্ষের এক ছাত্রের মোবাইলে। শুভেন্দু মুর্শিদাবাদ জেলার ছেলে। আইন পড়তে দুর্গাপুরে রাহুল ফাউন্ডেশনের ল’কলেজের হস্টেলে আছে।

বুধবার হঠাৎই শুভেন্দুর মোবাইলে মোমো গেম খেলার জন্য ‘হাই আই অ্যাম মোমো’ বলে সম্বোধন করে খেলার আমন্ত্রণ ও পরে হুমকি আসে। শুভেন্দু মোমোর হুমকি ও নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাল্টা মেসেজ করে বলে, ‘হাই মোমো আই অ্যাম চিকেন’। এরপরেই মোমো সংক্রান্ত পুলিশের নির্দেশ মতো শুভেন্দু কাঁকসা থানায় অভিযোগ দায়ের করে। শুভেন্দু বলে মোমো মেসেজ পেলে কোন দুশ্চিন্তা নয় সঙ্গে সঙ্গে প্রেরিত নম্বরটি ব্লক করে পুলিশের দ্বারস্থ হন সকলে। এতে মোমোর প্রভাব কমে যাবে। ওই নম্বর থেকে কয়েকবার ফোনও আসে কিন্তু শুভেন্দু সেই ফোন রিসিভ করেনি বলে জানায়। পুলিশ শুভেন্দুর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook