Courtesy: Recstacy, NIT Durgapur

সঙ্গীত শিল্পী কেকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা দেশের সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরেও। শিল্পশহর দুর্গাপুরে সংস্কৃতিমনস্ক মানুষের যেমন বসবাস তেমনই এই শহর এডুকেশন হাবও। শহরে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান লেগেই থাকে সারা বছর। দুর্গাপুরের ছাত্রছাত্রী মহলে কলকাতার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের নামীদামি শিল্পীদের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক বরাবরই রয়েছে। দুর্গাপুরে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ রয়েছে। অন্যান্য শিল্পীদের মতোই সঙ্গীত শিল্পী কেকেও দু’বার দুর্গাপুরে এসেছেন। ছাত্রছাত্রীদের হৃদয় জয় করেছেন তাঁর অসাধারণ গায়কি দিয়ে। কেকে প্রথম বার ২০০৩ সালে দুর্গাপুরে আসেন ডা. বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যানুয়াল ফেস্টে। সেবার কলেজের পড়ুয়ারা অনুষ্ঠানের আগে মঞ্চে শিল্পীকে সম্বর্ধনা দিয়ে গ্রুপ ছবি তোলেন।। ‘তুহি মেরি সব হ্যায়’ গান দিয়ে শুরু করে পড়ুয়াদের মন জয় করেছিলেন কেকে। সেই স্মৃতি কলেজের আর্কাইভে এখনো জ্বলজ্বল করছে। বিভিন্ন পড়ুয়াদের বাড়ির অ্যালবামেও রয়েছে সেই ছবি। এছাড়াও ২০১১ সালে ফের দুর্গাপুরের এনআইটির ছাত্রছাত্রীদের কালচার ফেস্টে এসেছিলেন কেকে। সেবারাও স্টেজ মাতিয়ে দিয়েছিলেন এই শিল্পী।

Courtesy: Dr. B C Roy Engineering College

Courtesy: Recstacy, NIT Durgapur

Courtesy: Recstacy, NIT Durgapur

Like Us On Facebook