বৃহস্পতিবার পুলিশের মানবিক মুখ দেখলেন দুর্গাপুরবাসী। দুর্গাপুরের আমরাই এলাকায় ক্ষত-বিক্ষত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা রাস্তায় পড়ে ছিলেন। পথ চলতি মানুষেরা ঘুরেও তাকাননি তাঁর দিকে। মোবাইল ভ্যানে টহল দেওয়ার সময় পুলিশ কর্মীরা মানসিক ভারসাম্যহীন মহিলাকে দেখতে পান। চিকিৎসার জন্য রাস্তা থেকে তাঁকে তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সরকারি হাসপাতালে এসে শুরু অন্য বিপত্তি। প্রথম তো ভয়ে পুলিশের গাড়ি থেকে নামতেই চাননি মানসিক ভারসাম্যহীন মহিলা, পড়ে বুঝিয়ে সুঝিয়ে তাঁকে পুলিশ কর্মীরা নিয়ে গেলেন সরকারি হাসপাতালের ভিতর, ভর্তি করলেন মহকুমা হাসপাতালে। শুরু হয় চিকিৎসা।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ। কোভিডের সাথে লড়াইয়ে ফ্রন্ট লাইনে থেকে লড়াই করছে পুলিশ, করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছে পুলিশ৷ এই অবস্থায় পুলিশের এই মানবিক মুখে গর্বিত শহরবাসী। আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (দুর্গাপুর জোন) ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, পুলিশ এই ভাবেই কাজ করছে সাধারণ মানুষের স্বার্থে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান, পুলিশের এই ভূমিকায় তাঁরাও গর্বিত। কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীর কোন চিকিৎসা এখানে হয়না। এই রোগীরা কখনও কখনও হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়, ফলে সমস্যায় পড়তে হয়।