উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, সাম ডে – দুর্গাপুরের এমএএমসি আবাসন এলাকায় মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের পুলিশ কর্মীরা এই গান গেয়েই লকডাউনে গৃহবন্দি মানুষের মনোবল বাড়ালেন। এদিন এমএএমসি এলাকায় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা। অনুষ্ঠানের মাঝে ডিসিপি অভিষেক গুপ্তা স্থানীয় গৃহবন্দি মানুষদের লক ডাউনে বাড়িতে থাকা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
জানা গেছে, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁইয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পুলিশ কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে এলাকার মানুষ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে গানের তালে তালে আকাশ বাতাস মুখরিত করে তোলেন এবং বাসিন্দারা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুলিশ কর্মীদের উৎসাহিত করেন। রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশের এই ধরণের কর্মসূচি গৃহবন্দি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরণের অনুষ্ঠান দুর্গাপুরে মঙ্গলবার প্রথম হল। তাই স্থানীয় মানুষের উৎসাহে উৎসাহিত হয়ে পুলিশ কর্মীরাও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এই ধরণের অনুষ্ঠান করার কথা ভাবছেন বলে জানা গেছে। আমরা করব জয় নিশ্চয় – এই মন্ত্রকে সামনে রেখেই করোনা যুদ্ধ জয়ে ব্রতী গোটা বিশ্বের মানুষ।