১৩ অক্টোবর বীরভূম থেকে দুর্গাপুরের ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ ৭ টি বাইক সহ দুই বাইক চোরকে গ্রেফতার করেছিল। জানা গেছে, পুলিশ ধৃত দুই দুষ্কৃতি শেখ বাবর আলি এবং শেখ রাজাকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার ফের আরও ১০ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করল বীরভূমের খোস মহম্মদপুর থেকে। দুই বাইক চোরই বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বাইক চোর শেখ বাবর আলি ও শেখ রাজাদের পুলিশ গত কয়েকদিন টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে খোস মহম্মদপুর এলাকার শেখ বসির এই বাইক চুরি চক্রের মাস্টারমাইন্ড। এরপর শেখ বসিরের খোঁজে ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ খোস মহম্মদপুরে হানা দিলে পুলিশ বাধার সম্মুখীন হয় এবং চক্রের মূল পান্ডা শেখ বসির বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। সেখানে পুলিশ আরও ১০ টি চুরি যাওয়া বাইকের হদিশ পায়। উদ্ধার হওয়া বাইকগুলি আসানসোল দুর্গাপুর সহ আশপাশের এলাকার বলে জানা গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার হওয়া বাইকগুলি মালিকদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। বাইক চুরি চক্রের মাস্টারমাইন্ড শেখ বসিরের খোঁজে পুলিশ আবার তল্লাশি চালাবে বলে জানা গেছে।