করোনা সংক্রমণ এড়াতে দেশব্যাপী লকডাউন চলছে। তাই রাস্তার ভিক্ষুক, সমাজের পিছিয়ে পড়া মানুষ,পথশিশুরা পড়েছে চরম দুরবস্থায়। খাদ্যের অভাবে চরম দুর্ভোগে পড়েছে এইসব মানুষজন। তাই এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর পুলিশ বৃহস্পতিবার দিনভর দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তে এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ালো। লকডাউনের সময় কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে দিনে দু’বার করে এলাকার দুস্থ ও বয়স্কদের হাতে খাবার তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার থেকেই এই খাবার দেওয়ার কাজ শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

অন্ডাল থেকে শুরু করে দুর্গাপুরের বিভিন্ন স্থানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ কর্মীরা কোথাও মেডিকেটেড সাবান, কোথাও খাবার আবার কোথাও চাল-ডাল-আলু তুলে দিল এইসব মানুষদের হাতে। অন্ডাল থানার পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার নমন প্রজেক্টে এলাকায় পিছিয়ে পড়া মানুষদের খাবার দেন পুলিশ কর্মীরা। দুর্গাপুরের ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার করোনা সংক্রমণ এড়াতে স্থানীয় নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের হাত পরিষ্কার রাখার জন্য মেডিকেটেড সাবান দেওয়া হয়। দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার স্থানীয় বস্তি এলাকায় গিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাবান দেওয়া হয়। দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের আমরাইয়ের কুড়ুরিয়া ডাঙায় স্থানীয় বস্তি এলাকায় মানুষদের পাশে দাঁড়াতে চাল-ডাল-আলু তুলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।




Like Us On Facebook