দুর্গাপুরের ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের মেন গেট এলাকা থেকে এক বাইক চোরকে ধরে বাইক চুরির বড়সড় চক্রের হদিশ পেল ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বীরভূম থেকে আরও এক বাইক চোরকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে ১২ চুরি যাওয়া বাইক। ধৃতদের বিভিন্ন ডেরা থেকে আরো ১৫-২০টি বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির অভিযোগ পাচ্ছিল পুলিশ। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের মেন গেট এলাকায় রেড করে কাবিরুল খান নামে ঝাড়খণ্ডের জামতড়ার চন্দ্রপুরের বাসিন্দা এক ব্যাক্তিকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে ছ’টি মাস্টার কি উদ্ধার করে পুলিশ। কাবিরুলকে জিজ্ঞাসাবাদ করে সেখ মোমিন নামে বীরভূমের একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর দুর্গাপুরের কাদা রোড ও বীরভূমের বিভিন্ন ডেরা থেকে ১২ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে পুলিশ। ধৃতদের পুলিশ বুধবার দুর্গাপুর আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সদস্যদের ধরতে তৎপরতা শুরু করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও ১৫-২০টি বাইক উদ্ধার করা যাবে বলে আশা করছে পুলিশ।
দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা ১২ টি বাইক সহ দুই বাইক চোর এবং বাইক চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এরা বাইক চুরি করে চোরাই বাইক ঝাড়খণ্ডে বিক্রি করে দিত’। এদিকে, বাইক উদ্ধারের খবর চাউর হতেই বিভিন্ন সময় চুরি যাওয়া বাইকের মালিকরা ওয়াড়িয়া ফাঁড়িতে হাজির হয়ে উদ্ধার হওয়া বাইকের মধ্যে নিজেদের বাইক রয়েছে কিনা জানতে খোঁজ খবর শুরু করেন।