দুর্গাপুরে দামোদর ব্যারেজের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল দুর্গাপুর এনআইটি-র ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র জনা ছয় পড়ুয়া দুর্গাপুর ব্যারেজে আসেন, তাঁদের মধ্যে তিন জন স্নান করতে নামেন। এরই মধ্যে বি টেক তৃতীয় বর্ষের ছাত্র শুভম সান্তম রাজু হঠাৎ দামোদর জলে তলিয়ে যান। তাকে বাঁচানোর চেষ্টা করে আরও দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, কিন্তু জলে তলিয়ে যান শুভম। বড়জোড়া থানার পুলিশ স্থানীয় মানুষদের সহায়তায় সাড়ে দশটা নাগাদ শুভমের দেহ উদ্ধার করে। এই ঘটনায় শুভমের সতীর্থরা ভেঙে পড়েন। এই ব্যাপারে এনআইটি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।
Like Us On Facebook