ছবি: সংগৃহীত

পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ নিতে নেপালের ‘প্যাড ম্যান’-এর দ্বারস্থ হচ্ছেন দুর্গাপুরের এক সেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। জানা গেছে, খুব শীঘ্রই ঔই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা নেপালে গিয়ে নেপালের প্যাড ম্যান নামে খ্যাত পোখরা অঞ্চলের ললিতপুর জেলার বাসিন্দা জ্ঞান মহার্জনের কাছে প্রাকৃতিক উপাদানে হাতে তৈরি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ নেবেন। জানা গেছে, দুর্গাপুরের এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নে কাজ করেন। মহিলাদের স্বাস্থ্য সমস্যা বা ঋতু কালীন সমস্যা নিয়ে কথা বলে বিজ্ঞান সম্মত উপায়ে ঋতু কালীন সমস্যা দূরীকরণের চেষ্টা করে থাকেন। কিন্তু ওই স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলেও সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে, বাজার চলতি স্যানিটারি ন্যাপকিনের দাম বেশি থাকায় স্বল্প রোজগারের মহিলারা স্যানিটারি ন্যাপকিন কিনে ব্যবহার করতে পারেন না। এতে মহিলাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

জানা গেছে, দুর্গাপুরের ঔই সেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি নেপালের প্যাড ম্যানের তৈরি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিনের কথা ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরে জ্ঞান মহার্জনের সঙ্গে যোগাযোগ করে ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ নিতে নেপাল যাওয়ার পরিকল্পনা করেছেন। স্থানীয় দুঃস্থ মহিলাদের বারবার ন্যপকিন কিনে ব্যবহার করার অসুবিধার কথা উপলব্ধি করে জ্ঞান মহার্জন প্রাকৃতিক উপাদানে তৈরি করেছেন স্বল্প মূল্যের পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। সূতি ও ফ্ল্যানেল কাপড় সেলাই করে হাতে তৈরি এই ন্যাপকিন ধুয়ে দু’বছর পর্যন্ত ব্যবহার করা যায়। যা নেপালের পিছিয়ে পড়া বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ন্যাপকিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। দুর্গাপুরের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কেবলমাত্র প্রাকৃতিক উপাদানে তৈরি স্যানিটারি ন্যাপকিন তৈরিই নয়, ঋতুকালীন সমস্যা নিয়ে জ্ঞান মহার্জন নেপালের মহিলাদের যে স্বাস্থ্য সচেতনতার পাঠ দেন সেই প্রশিক্ষণও নেবেন। এবং নেপাল থেকে ফিরে এসে দুর্গাপুরের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সচেতনতার পাঠ দেবেন ঔই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।

Like Us On Facebook