স্কুল খুললেও গরহাজির পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি ঘুরলেন প্রধান শিক্ষক। করোনা আতঙ্ক কাটিয়ে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। কিন্তু এরই মধ্যে সরকারি স্কুল কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম। তাই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক তথা দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক আজ অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে কথা বলেন পড়ুয়া সহ অভিভাবকদের সঙ্গে। জানতে চান কী সমস্যা? অধিকাংশ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানান, স্কুলের পোশাক, জুতো ও ব্যাগ নিয়ে সমস্যার কথা। সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রধান শিক্ষক কালিমুল হক জানান, যে সমস্ত পড়ুয়ারা স্কুল আসছে না তাদের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সাথে কথা বলছি। অভিভাবকদেরও বোঝাচ্ছি। পড়ুয়াদের সমস্যা দূর করার চেষ্টা করছি।

Like Us On Facebook