ধৃত পরিচারিকা নীলু দাস বৈরাগ্য

নিজেদের দেখভাল করার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে পরিচারিকা নিয়োগ করতে চেয়েছিলেন বর্ধমানের মেমারি থানার জীবন ঠাকুর এলাকার বয়স্ক দম্পতি নিমাই ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী সোমা ঘোষ ভট্টাচার্য। গত ৭ নভেম্বর তাঁদের দেওয়া সেই বিজ্ঞাপন দেখে ১২ নভেম্বর পরিচারিকার কাজ করতে হাজির হন ৭০ ও ৪৮ বছরের দুই মহিলা। এরপর ওই দম্পতির বিশ্বাসের সুযোগ নিয়ে রাতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে দুই বৃদ্ধ-বৃদ্ধাকে অচৈতন্য করে লক্ষাধিক টাকার মুল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে পালায় ওই দুই মহিলা।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর ওই দুই মহিলা আসার পর রাত প্রায় ৮ টা নাগাদ শিউলিপাতার বড়ির সঙ্গে তাঁদের কিছু খাওয়ানো হয়। এরপর তাঁরা অচৈতন্য হয়ে পড়েন। এরপর ১৩ নভেম্বর সকালে তাঁদের চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ১৯ তারিখ নার্সিংহোম থেকে বাড়ি ফিরে নিমাইবাবু দেখেন স্ত্রীর গহনা সহ নগদ লক্ষাধিক টাকার সামগ্রী লোপাট হয়ে গেছে। এরপরই তিনি মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বুধবার নদীয়ার কল্যাণী থেকে মেমারি থানার পুলিশ গ্রেফতার করে এক মহিলাকে। ধৃতের নাম নীলু দাস বৈরাগ্য। এদিন তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। একইসঙ্গে দ্বিতীয় মহিলার খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে।

Like Us On Facebook