দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস) বাঁচাতে পথে নামলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। বুধবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে সঙ্গে নিয়ে ডিটিপিএস কারখানা চত্বর থেকে কারখানার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের গঠিত সংগঠন ডিটিপিএস নাগরিক মঞ্চের মিছিলে পা মেলান। মিছিল শেষে ডিটিপিএস কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কারখানা বাঁচাতে বৈঠক করেন। ডিটিপিএসের চারটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট আগেই বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। আগামী নভেম্বরে ডিটিপিএসের চার নম্বর ইউনিটটির বয়স হবে ২৫ বছর। একটি ইউনিট ২৫ বছরের বেশি চলে না। ডিটিপিএস কর্তৃপক্ষ ডিটিপিএসে পুনরায় কোন ইউনিট চালু করতে রাজি নয় বলে জানা গেছে। ডিটিপিএসে স্থায়ী ৬০০ ও অস্থায়ী আরও প্রায় ৫০০ কর্মী রয়েছেন। কারখানা বন্ধ হয়ে গেলে স্থায়ী কর্মীরা যেমন অসুবিধায় পড়বেন সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি ডিটিপিএস সংলগ্ন গোটা এলাকা স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মিছিল শেষে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি বলেন, ‘হাতে সময় খুব কম। আমরা ডিটিপিএসের চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কারখানা বন্ধ না করার অনুরোধ করেছি। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে দুর্গাপুরের প্রচুর ক্ষতি হয়ে যাবে। একই সঙ্গে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।’

Like Us On Facebook