আগস্ট মাসে পোলিও মুক্ত ভারত গড়ার স্বপ্ন নিয়ে সাইকেলে অসম পাড়ি দিয়েছিলেন দুর্গাপুরের স্টিল টাউনশিপের ঘুগনি বিক্রেতা শ্যামাপদ শর্মা।এবার কাশ্মীরের পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বীর সেনানীদের আত্মার শান্তি কামনায় মহারাষ্ট্রের সিরডি সাইবাবার মন্দিরে পুজো দিতে রবিবার সাইকেলে চড়ে রওনা দিলেন শ্যামাপদ।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী আক্রমণে নিহত ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে যখন গোটা দেশের মানুষ মোমবাতি প্রজ্বলন করে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করছেন, তখন রবিবার সাইকেলে ভারতীয় বীর শহীদদের স্মরণে, তাঁদের আত্মার শান্তি কামনায় মহারাষ্ট্রের সিরডি মন্দিরের উদ্দেশ্য দুর্গাপুর থেকে সাইকেলে চড়ে সামান্য ঘুগনি বিক্রেতা শ্যামাপদর পুজো দিতে যাওয়াকে কেন্দ্র করে স্টিল টাউনশিপ জুড়ে আবেগে ভাসল আট থেকে আশি সকলেই।


Like Us On Facebook

 




———–