গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছে দুর্গাপুরের ইস্কন মন্দির কর্তৃপক্ষ। ইস্কন মন্দিরের মহারাজরা এবং মন্দিরের ভক্তরা অবিরাম করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সেবা করছেন। করোনা রোগে আক্রান্তদের অনেকেই বাড়িতে হোম আইসোলেশনে থাকছেন। বাজার-হাট যাওয়াও বন্ধ। এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দুর্গাপুরের ইস্কন মন্দির কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় আহার জোগাচ্ছে। মন্দিরের প্রসাদ, অন্নভোগ স্বাস্থ্য বিধি মেনে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ।

আক্রান্ত রোগীদের পরিবারের পাশে দাঁড়াতে হেল্পলাইন 9434 55 1909 চালু করেছে ইস্কন মন্দির কর্তৃপক্ষ। যেদিন করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে তার আগের দিন উপরের হেল্পলাইন নম্বরে জানালে মন্দির কর্তৃপক্ষ যথাসময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে। যেসব বাড়ি থেকে ইস্কন মন্দিরের এই নির্দিষ্ট নম্বরে ফোন করে খাবার দেওয়ার অনুরোধ করা হচ্ছে সেইসব বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ইস্কন মন্দিরের ভোগ প্রসাদ। ইস্কন মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ১২৯ টি করোনা আক্রান্ত পরিবারের ৫৪৭ জনকে আহার পৌঁছে দেওয়া হয়।

Like Us On Facebook