গত তিন বছরের মতো এবারও দুর্গাপুরে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল। কিন্তু দর্শক আসন কার্যত ফাঁকাই রয়ে গেল। তিয়াসা মুভিজ, সলিস ইনস্টিটিউট অফ অ্যাক্টিং অ্যান্ড আর্টস ও ফিল গুড স্টুডিওজ-এর যৌথ উদ্যোগে চতুর্থ দুর্গাপুর আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হল দুর্গাপুরে। রবিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ বি-জোনের দেশবন্ধু ভবনে আয়োজিত এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে একশোর অধিক আন্তর্জাতিক মানের ফিল্ম প্রতিযোগিতায় অংশ নেয়। তারমধ্যে ৪৫টি ফিল্ম দর্শকদের দেখানোর জন্য নির্বাচিত করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা বলে জানা গেছে। একদিনের ফেস্টিভ্যাল হওয়ার কারণে সময়ের অভাবে ২৫ টি নির্বাচিত ফিল্ম দেখানোর ব্যবস্থা করেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ধোধন করেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন কলকাতা ও মুম্বাই চলচ্চিত্র জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, ফিল্ম ফেস্টিভ্যালে মারাঠি ফিল্ম ‘প্রণস্‌’ প্রথম স্থান পায়, দ্বিতীয় হয় হিন্দি ফিল্ম ‘গন্‌ধ’ এবং তৃতীয় ও চতুর্থ স্থান পায় যথাক্রমে ‘সাউন্ড অফ সাইলেন্স’ ও আরবি ফিল্ম ‘পলিটিক্স’। দুর্গাপুরের চলচ্চিত্র নির্মাতাদের তৈরি দুটি শর্ট ফিল্ম দর্শকদের মন জয় করে বলে জানা গেছে। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, গত বছরও শতাধিক ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পেলেও গত বছর দু’দিনে ষাটটি ফিল্ম দেখানোর ব্যবস্থা করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। কিন্তু পরপর চার বছর ধরে সংস্কৃতি-মনস্ক মানুষের বাসস্থান দুর্গাপুরে আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যাল হলেও দর্শকদের সেরকম সাড়া মেলেনা বলে আক্ষেপ করেন আয়োজক সংস্থার কর্মকর্তা দেবলীনা মোদক সাধু।

দেবলীনাদেবী বলেন, ‘দুর্গাপুর সংস্কৃতি-মনস্ক মানুষের শহর। এখানে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, নাট্যচর্চা হয়। কিন্তু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের সেইরকম সাড়া পাওয়া গেল না। দর্শকদের আসন পূর্ণ হল না। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে দর্শকদের আন্তর্জাতিক মানের ফিল্ম দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে যদি দর্শকরাই না আসেন তাহলে ফিল্ম ফেস্টিভ্যাল তো অপূর্ণই থেকে যায়।’ দেবলীনা আরও বলেন, ‘হয়ত সেভাবে প্রচার না হওয়ায় দর্শকরা জানতে পারেননি যে দুর্গাপুরে আন্তর্জাতিক মানের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। আগামী বছরও দেশবন্ধু ভবনেই দুর্গাপুর আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করব আমরা।’ তবে আগামী বছর প্রচারের উপর নজর দেবেন সেকথা জোর দিয়ে বলেন দুর্গাপুর আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবলীনা মোদক সাধু।





Like Us On Facebook