এবছর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন দুর্গাপুরের সরকারি আইটিআই কলেজের শিক্ষক রমেশ রক্ষিত। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রমেশ রক্ষিতকে জাতীয় শিক্ষকের সম্মানে সম্মানিত করবেন। তাই শনিবার রমেশবাবু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

রমেশবাবু বাঁকুড়ার সোনামুখী রাধাগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর তিনি বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। কয়েকবছর বেসরকারি সংস্থায় কাজ করার পর ২০১০ সালে তিনি গড়িয়াহাট আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হিসাবে যোগ দেন। ২০১৮ সালে তিনি দুর্গাপুরে গভর্নমেন্ট আইটিআই কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন। রমেশবাবু করোনার সময় লকডাউন পরিস্থিতিতে ছাত্ররা যাতে পিছিয়ে না পড়ে তাই অনলাইনেই আইটিআই ছাত্রদের প্রশিক্ষণের জন্য একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং আইটিআই ছাত্রদের জন্য ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ দেন। এতে প্রচুর পড়ুয়া উপকৃত হয়। রমেশবাবুর নাম জাতীয় শিক্ষক হিসাবে ঘোষণার পর তাঁর কর্মস্থল দুর্গাপুরের আইটিআই থেকে তাঁর আদি বাড়ি বাঁকুড়া জেলাতেও ছাত্র, শিক্ষক সব মহলেই খুশির হাওয়া।  উল্লেখ্য, এর আগে দুর্গাপুরে জাতীয় শিক্ষক সম্মান পেয়েছেন ডঃ সুশীল ভট্টাচার্য ও ডঃ কলিমূল হক।

Like Us On Facebook