মহিষ্কাপুর প্লটের বাসিন্দা ছোট্ট শুচিস্মিতা দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। প্রতি বছরের মতো এবারও তার জন্মদিনের সন্ধ্যায় শুচিস্মিতা মিত্র এলাকার বিভিন্ন বাড়ির পারিচারিকাদের ছেলে-মেয়েদের নিয়ে নাচ-গান সহ মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করল। পাশাপাশি নিজের জন্মদিনে শুচিস্মিতা এলাকার পরিচারিকাদের ছেলে-মেয়েদের হাতে বিভিন্ন উপহার তুলে দিল। শুচিস্মিতার পরিবারের এই মানবিক উদ্যোগকে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন।

শুচিস্মিতার মা তাপসী মিত্র বলেন, ‘বাড়ির পারিচারিকারা আমাদের পরিবারের সমস্ত কাজকর্ম করে আমাদের মুখে হাসি ফোটায়।আমাদেরও ওদের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন। ওদের পাশে দাঁড়িয়ে ওদের ছেলে-মেয়েদের মুখে হাসি ফোটাতে আমাদেরও সচেষ্ট হতে হবে। আমি আমার মেয়েকে সেই শিক্ষাই দিই। তাই এলাকার সমস্ত বাড়ির পারিচারিকাদের ও তাদের সন্তানদের নিয়ে আমার মেয়ের জন্মদিনে আমাদের বাড়িতে এক মনোজ্ঞ অনুষ্ঠান করি। সকলে মিলে মেয়ের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিই।’ শুচিস্মিতা বলে, ‘শিক্ষিকা সুচেতা কুন্ডু আমাদের শিখিয়েছেন জন্মদিনে উপহার নেওয়া নয় উপহার তুলে দিতে হয় সমাজের পিছিয়ে পড়া মানুষদের।’



Like Us On Facebook