এবার দুর্গাপুর শহর জুড়ে রক্তদানের অনুপ্রেরণা যোগাবে রক্তদানের গাড়ি ‘অনুপ্রেরণা’। বুধবার থেকে শহরে বিভিন্ন এলাকায় ঘুরে রক্তদাতাদের উৎসাহ দিচ্ছে এই গাড়ি। গাড়িটি দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামকে দান করেছে একটি বেসরকারি শিল্প সংস্থা। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম দীর্ঘ দিনের দুর্গাপুরের একটি সুখ্যাত রক্তদাতা সংগঠন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী আগামী ২০২০ সালের মধ্যে বিশ্বের সমস্ত ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছা রক্তদাতা নির্ভর করে তুলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই লক্ষেই দুর্গাপুরে ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের রক্তদাতাদের উৎসাহ দিতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সংস্থার দাবি আগামী ৩ বছরে ২৫ হাজার পরিবারকে রক্তদানের অঙ্গীকার করা হবে এবং ১লাখ মানুষকে রক্তদানের প্রচারে সামিল করা হবে।
Like Us On Facebook