আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে দুষণ রোধ করতে ও সবুজায়নের লক্ষ্যে দুর্গাপুর বনদপ্তর অরণ্য সপ্তাহে ১ লক্ষ ৬০ হাজার বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিল। আগামী ১৪ থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহে বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবে রূপ দিতে দুর্গাপুর বনদপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে। শিল্পাঞ্চলের সবুজায়ন ১৮ শতাংশ থেকে ৩৩ শতাংশ করার লক্ষ্যমাত্রা নিয়েই বন দপ্তর এই কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে।

দুর্গাপুর ফরিদপুরের অন্তর্গত মাধাইগঞ্জে এবছর অরণ্য সপ্তাহের শুভ সূচনা করতে বন দপ্তরের আয়োজনে পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি, জেলার অন্যান্য আধিকারিকরা ও পুলিশ কমিশনারের থাকার কথা। এই দিনই দুর্গাপুর বনদপ্তর বিশিষ্টদের মাধ্যমে সকলের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেবেন এবং পরিবেশ বাঁচাতে দূষণরোধে গাছ লাগানোর জন্য সকলকে শপথ নেওয়ার আর্জি জানাবেন বলে জানা গেছে। বনদপ্তর সূত্রে খবর, অরণ্য সপ্তাহে বনদপ্তর ১ লক্ষ ৬০ হাজার চারা গাছ লাগানোর কর্মসূচি রূপায়নে প্রত্যেক ব্যক্তিকে ১ থেকে ৫ টি চারা গাছ সম্পর্ণ বিনামূল্যে বিতরণ করবে একই ভাবে বিভিন্ন সংস্থাকে ১০ থেকে ১০০ টি চারা গাছ বিতরণ করবে এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকার বিধায়কদের মাথা পিছু ১০০০ টি চারা গাছ নিজের বিধানসভা এলাকায় লাগানোর জন্য দেওয়া হবে। শাল, নিম, ইউক্যালিপটাস, শিরিষ,সোনাঝুরি, মেহেগনি, আম, জাম, কাঁঠাল প্রভৃতি চারা গাছ বন্টন হবে কেবল মাত্র আবেদনের ভিত্তিতে বলে বন দপ্তর সুত্রে জানা গেছে। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়াতে দামোদরের পাড়েও বিভিন্ন গাছ অরণ্য সপ্তাহে লাগানো হবে বলে দুর্গাপুর বন দপ্তর সূত্রে জানা গেছে।

Like Us On Facebook