দুর্গাপুরের বন দফতর গোপন সুত্রে খবর পেয়ে রবিবার মুচিপাড়া থেকে মাহুত সহ একটি হাতিকে আটক করে। জানা গেছে মাহুতের নাম রাকেশ দুবে। উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। মাহুত রাকেশ দুবের দাবি হাতিটি তিন বছর ধরে তার কাছে আছে। হাতির মালিকের নাম কেদারনাথ দুবে। উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা।রাকেশ দুবের দাবি হাতির মালিকানার কাগজপত্র থাকা সত্বেও অযথা হাতি সহ আমাকে আটকে রেখেছে বন দফতর। দুর্গাপুরের বনপাল মিলন কুমার মন্ডল বলেন আমি আজ কলকাতায় রয়েছি। সোমবার দুর্গাপুরে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। রাকেশ দুবে বলেন আমি তিনদিন দুর্গাপুরে এসেছি বাচ্চাদের আনন্দ দিয়ে দু’পয়সা রোজগারের আশায়।
Like Us On Facebook