দুর্গাপুরের এক গৃহবধূর ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল। স্ত্রীর ছবি ব্যবহার করে প্রোফাইল খোলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন দম্পতি।

জানা গেছে, সম্প্রতি দুর্গাপুরের এক গৃহবধুর ছবি দিয়ে একটি ফেক ফেসবুক প্রোফাইল দেখতে পান ওই গৃহবধুর এক আত্মীয়। এরপর গৃহবধুর আত্মীয় ওই গৃহবধু এবং তাঁর স্বামীকে ঘটনার কথা জানান। ওই দম্পতি ভুয়ো প্রোফাইলটি ঘেঁটে একটি ফোন নম্বর পান। সেই নম্বরে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে ওই প্রোফাইল ডিলিট করে দেন। এর কয়েকদিন পর ফের ওই গৃহবধূর ছবি ব্যবহার করে আবার একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়। ওই দম্পতি খোঁজখবর করে জানতে পারেন দুর্গাপুরের বনগ্রামের এক মহিলার নামে খোলা হয়েছে এই নতুন ফেসবুক প্রোফাইলটি। এরপর ওই দম্পতি বনগ্রামের ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে প্রোফাইল ডিলিট করার কথা বললে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনার পর ভুক্তভোগী দম্পতি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে বনগ্রামের ওই মহিলার নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook

 




————–