জীবন বীমার টাকা খরচ করে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলেন দুর্গাপুরের সিং দম্পতি। বেসরকারি সংস্থা দ্বারা নিয়োজিত দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কর্মী। মাসে আয় মাত্র এগারো হাজার টাকা। দুর্গাপুরের আকবর রোড এলাকায় থাকেন সপরিবারে রাহুল সিং এবং তাঁর স্ত্রী অন্তরা সিং। কোভিড মহামারি মোকাবিলায় রাজ্য সরকার যখন রাজ্যজুড়ে কার্যত লকডাউন ঘোষণা করেছে। কাজের অভাবে দিন আনা দিন খাওয়া মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। ঠিক সেই সময়, নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবে জীবন বীমা সংস্থায় জমানো প্রায় আটচল্লিশ হাজার টাকা দিয়ে দুর্গাপুরের গরীব অধ্যুষিত অঞ্চলে মানুষের জন্য একবেলা অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিং দম্পতি।

রাহুল সিং জানান, ছেলের জন্য জীবন বীমায় টাকা জমিয়েছিলাম। বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে সেই টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। পুরো কর্মযজ্ঞ একা করা সম্ভব ছিল না। তাই স্থানীয় একটি ক্লাবের সদস্যদের জানাই। সবার মতামত নিয়ে দুর্গাপুর ‘ইয়ং ব্যাচ’ নাম দিয়ে পথ চলা শুরু করি। স্বামীর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে অন্তরা সিং বলেন, স্বামী বরাবরই সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকতে ভালোবাসেন। গরীব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। দুই সপ্তাহ ধরে ‘ইয়ং ব্যাচ’ বিনা পয়সায় মাছ, মাংস, ডিম, সোয়াবিনের তরকারি, পনির সহকারে ভাত সহ পুষ্টিকর খাবার বন্টন করছে। দুর্গাপুরের বীরপাড়া, কমলপুর, ধোবিঘাট, পারুলিয়া, রঘুনাথপুর, মোহনবাগানের বিভিন্ন বস্তি এলাকায়।

Like Us On Facebook