দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত তামলা এলাকার আদিবাসী পাড়ায় ডায়রিয়ার কারণ অনুসন্ধানে স্থানীয় মানুষের দাবি মেনে পাইপ লাইনের পানীয় জলের নমুনা সংগ্রহ করে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অফিসের ল্যাবে পাঠানো হল শুক্রবার। শুক্রবার রাত বা শনিবার সকালের মধ্যে পানীয় জলে ডায়রিয়ার জীবাণুর উপস্থিত রয়েছে কিনা জানা যাবে বলে দুর্গাপুর পৌরসভা সূত্রে জানা গেছে।
শুক্রবার তামলার আদিবাসী পাড়ায় দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতরের মেডিকেল টিম ফের গিয়ে স্থানীয় মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজনীয় ওষুধপত্র এবং ওআরএস দেন। রাস্তাঘাটে পুকুর, নিকাশী নালায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়। পানীয় জলের জন্য এলাকায় দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয়। দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতর ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল যৌথভাবে তামলার আদিবাসী পাড়ায় অসুস্থদের মনিটরিং করা হচ্ছে বলে স্বাস্থ্য দফতরের দাবি।
দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘শুক্রবার এলাকার জলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। আশা করি শুক্রবার অথবা শনিবারের মধ্যে জানা যাবে এলাকায় ডায়রিয়ার কারণ।’ রাখি তেওয়ারি আরও বলেন, ‘নতুন করে কেউ আর অসুস্থ হওয়ার খবর নেই। তবে অসুস্থদের চিকিৎসা চলছে সমানগতিতে।’ দুর্গাপুরের মহকুমা হাসপাতালের সুপার ডা. দেবব্রত দাসও একই দাবি করে বলেন, ‘তামলা আদিবাসী পাড়া থেকে নতুন করে কোন ডায়রিয়া আক্রান্ত রোগীর ভর্তির খবর নেই।’