দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া বায়ো প্লাস্টিক বানিয়ে সকলকে চমকে দিয়েছেন। একাদশ শ্রেণির পড়ুয়া তথা যুব বিজ্ঞানীর শিরোপা পাওয়া অপরূপ রায়ের একাধিক গবেষণামূলক লেখা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিদেশী বিজ্ঞান বিষয়ক জার্নালে। তাঁর মেধাকে কুর্ণিশ জানিয়েছেন বিজ্ঞানী মহল। নাসার সঙ্গে রিসার্চ করার ডাকও পেয়েছেন অপরূপ।

অপরূপ রায় দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা। দশম শ্রণির জন্য দুটি রসায়নের বই লেখার পাশাপাশি তাঁর বিজ্ঞানের গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে বিদেশী জার্নালে। অঙ্কের এক ধাঁধার সমাধান করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাথাম্যাটিক্যাল গেজেটে প্রকাশিত হয়েছে তাঁর নাম। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও উঠেছে তাঁর নাম। প্লাস্টিককে রিসাইকেল করে বায়ো প্লাস্টিক ও গোবর থেকে পরিবেশ-বান্ধব মশা মারার ওষুধ বানিয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন অপরূপ। বিদেশী জার্নালে তাঁর প্রকাশিত গবেষণাপত্র দেখে নাসার সঙ্গে রিসার্চ করার ডাকও পেয়েছেন বলে জানান অপরূপ।

Like Us On Facebook