সরকারি হাসপাতাল থেকে সদ্যজাত শিশু উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভাদু সিং নামে এক মহিলা। অভিযোগ, সেই সময় এক মহিলা তাঁকে সাহায্য করার অছিলায় হুইল চেয়ারে করে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে যেতে চায়। প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী ওই মহিলাকে। সন্তান প্রসবের পর মঙ্গলবার দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাবারের বাসন নামাতে বাইরে যান ওই মহিলা, এরই মধ্যে উধাও হয়ে যায় তাঁর শিশু। মহিলার অভিযোগ, আগ বাড়িয়ে সাহায্য করতে আসা ওই মহিলাই তাঁর শিশুকে চুরি করেছে। চুরির খবর চাউর হতেই নিউ টাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে নেমেছে পুলিশ৷ তবে খোদ সরকারি হাসপাতালের হাজারো নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত শিশু চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাঁদের পরিজনেরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছেন।

Like Us On Facebook