করোনা মোকাবিলায় শেষ অস্ত্র লকডাউন। করোনার রাশ টানতে দুর্গাপুর শহরে তিন দিন স্থানীয় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড হাসপাতালেও বেড অমিল। করোনা ভাইরাসের ছোবল রুখতে এই সিদ্ধান্ত বলে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি দত্ত আজ জানান।
মে মাসের এক দুই ও তিন তারিখ, এই তিনদিন শহর দুর্গাপুরের সমস্ত বাজার, মল, সিনেমা হল, বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর ফের ব্যাবসায়ীরা বসে সিদ্ধান্ত নেবেন আগামী দিন তাঁরা কি করবেন আর কি করবেন না। কবি দত্ত জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে করে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাঁদের কাছে আর কোন পথ খোলা ছিল না। দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই সিদ্ধান্তকে দুর্গাপুরের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।