জেলা জুড়ে রামনবমী উৎসবের চেহারা নিয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলেও মহা ধুমধামের সঙ্গে রামনবমী পালন করা হচ্ছে। বুধবার সকাল থেকেই দুর্গাপুর স্টেশন, এমএএমসি, বিধাননগর, ইস্পাতনগরীর এ-জোন, বি-জোন, সি-জোনের বিভিন্ন অঞ্চল, বেনাচিতি বাজার সহ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে রামনবমীর পুজাপাঠ হচ্ছে। দুর্গাপুরের অবাঙালি অধ্যুষিত এলাকা গুলিতে বুধবার সকালে ছোটবড় সকলে মিলে রামনবমীর শোভা যাত্রায় সামিল হন। দুর্গাপুরের মেনগেটে এদিন রামনবমী উপলক্ষে বিশাল মিছিল বের হয়। মিছিলে মহিলারাও অস্ত্র হাতে দুর্গতিনাশিনী রুপে বের হন।
Like Us On Facebook