বন্যপ্রাণী ও রাস্তার সারমেয় হত্যা বন্ধের দাবিতে সাইকেল যাত্রা করলেন দুর্গাপুরের ভাই-বোন। দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দা দাদা দীপ্ত রায় পেশায় ইস্পাত কর্মী আর বোন ছন্দা পাঁজা পেশায় স্কুল শিক্ষিকা। জানা গেছে, ছোট থেকেই দু’জনে পশুপ্রেমী। বিভিন্ন সময় দুর্গাপুর শহরে পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তাঁরা। এবার পশু হত্যার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে ওড়িষার ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন দুই ভাই-বোন। পথে বাঁকুড়া, মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তাঁরা সচেতনতার বার্তা দিয়ে এবং অসুস্থ পথ সারমেয়দের শুশ্রূষা করে ৫২৭ কিলোমিটার সাইকেল চালিয়ে ওড়িষার ভুবনেশ্বরে পৌঁছবেন। সেখানেও তাঁরা জনসাধারণের মধ্যে বন্যপ্রাণী এবং স্ট্রিট ডগ বাঁচানোর বার্তা দেবেন বলে জানা গেছে। ভাই ও বোনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পশুপ্রেমীরা।

Like Us On Facebook