দুর্গাপুরের হর্ষবর্ধন রোডের বাসিন্দা শুভম রায় হায়দ্রাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক‍্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়ে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল। ২২ থেকে ২৪ ডিসেম্বর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হল কেবিএফ-এর ব‍্যবস্থাপনায় আন্তর্জাতিক ক‍্যারাটে প্রতিযোগিতা। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভূটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায়।

দুই বর্ধমান জেলার মোট চারজন ওই প্রতিযোগিতায় অংশ নেয়। তারমধ্যে দুর্গাপুরের দশম শ্রেণীর ছাত্র শুভম রায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক ছিনিয়ে নেয়। শুভম রায়ের বাবা ক‍্যারেটে প্রশিক্ষক পুষ্পল রায় বলেন, শুভম মাত্র দুই বছর প্রশিক্ষণ নিয়ে হায়দ্রাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক‍্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেল। ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতায়। সেটা বিরাট চ‍্যালেঞ্জ ছিল শুভমের কাছে। শুভম নিজের যোগ্যতা প্রমাণের সঙ্গে সঙ্গে দুর্গাপুর সহ গোটা জেলার নাম উজ্জ্বল করল।

Like Us On Facebook