রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার সফল দাবাড়ু দুর্গাপুরের দেবপ্রভ গড়াই তৃতীয় স্থান দখল করল। কলকাতার ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সংঘে ৩১ তম রাজ্য ফিডে অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৫-২৮ এপ্রিল। এই প্রতিযোগিতায় ২৪২ জন প্রতিযোগী অংশ নেয়। ২৪২ জন প্রতিযোগীর মধ্যে দুর্গাপুরের দেবপ্রভ তৃতীয় স্থান দখল করে।
মার্চ মাসে দুর্গাপুরে আয়োজিত পশ্চিম বর্ধমান জেলা দাবা প্রতিযোগিতায় চাম্পিয়ন হয়েছিল ১০ বছরের দেবপ্রভ গড়াই৷ তারপর রাজ্য স্তরের দাবায় অংশ নিতে কলকাতা যায়। এই মুহূর্তে রাজ্যস্তরে স্ট্যান্ডার্ড রেটিংয়ে দেবপ্রভর র্যাঙ্ক ১৩২২। আগামী নভেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতা। সেখানে সফল হওয়াই এখন দেবপ্রভর চ্যালেঞ্জ। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া দেবপ্রভ। দেবপ্রভর বাবা কৃষ্ণেন্দু গড়াই ডিএসপি-র কর্মী৷ মা মিঠু গড়াই গৃহবধূ৷ দিদি প্রতীতিও স্টেট সিলেক্টড দাবা প্লেয়ার৷