শনিবার দুর্গাপুর পুরসভার উদ্যোগে দুর্গাপুরে প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে বইমেলার উদ্বোধন করবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, উপস্থিত থাকবেন মন্ত্রী মলয় ঘটক সহ বিশিষ্টজনেরা। বইমেলার উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মানিত করা হবে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে। বইমেলা চলবে ২৮ মার্চ পর্যন্ত।
দুর্গাপুর পুরসভার উদ্যোগে আয়োজিত এই বইমেলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত বিভিন্ন বইয়ের সম্ভার থাকবে। উদ্ধোধন উপলক্ষে শনিবার দুপুরে সিটি সেন্টারের সৃজনী পেক্ষাগৃহ থেকে সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নেবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরসভার উদ্যোগে এই ধরণের বইমেলা দুর্গাপুরে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই বইমেলায় বইপ্রেমী মানুষদের ভিড় আছড়ে পড়বে বলে বিশ্বাস দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরীর।