দুর্গাপুরের গান্ধীমোড় মেলা ময়দানে ১৮ জানুয়ারি শুরু হয়ে শনিবার শেষ হল দুর্গাপুর নগর নিগম পরিচালিত দুর্গাপুর বইমেলা। দ্বিতীয় বর্ষের দুর্গাপুর বই মেলায় নব্বই লাখ টাকার অধিক মূল্যের বই বিক্রি হল বলে দাবি করল উদ্যোক্তারা। বইবেলার শেষ দিনে তাই দুর্গাপুর নগর নিগম সহ মেলায় যোগ দেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার লোকজনদের মুখে দেখা গেল চওড়া হাসি।

মেলা উদ্ধোধনের পর প্রথম দিন থেকেই বই কেনার জন্য বই প্রেমীদের ঢল নামে মেলা ময়দানে। স্কুলপড়ুয়া থেকে প্রবীণ বই প্রেমীদের ভিড়ে এবারের বইমেলা জমে ওঠে। দুর্গাপুরের বই প্রেমীরা নিরাশ করেননি মেলায় স্টল দেওয়া প্রকাশনা সংস্থাগুলিকে। জানা গেছে, বইয়ের ব্যাপক চাহিদা দেখে মেলার মাঝেই ফের বই আনাতে হয় বিভিন্ন স্টলগুলিকে।

দুর্গাপুর নগর নিগমের শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী বলেন, ‘এবারের বই মেলায় নব্বই লাখ টাকার উপর বেচাকেনা হয়েছে। এতে আমরা যেমন খুশি, তেমনই হাসি ফুটেছে প্রকাশনা সংস্থার লোকজনদের মুখেও। শনিবার মেলা নির্ধারিত দিনেই শেষ হয়। তবে কোন কোন প্রকাশনা সংস্থার লোকজনরা মেলা আরও কয়েকদিন বাড়ানোর অনুরোধ করেন আমাদের। যেহেতু ফায়ার এবং বিদ্যুতের নির্দিষ্ট দিনের জন্য অনুমতি নেওয়া ছিল তাই প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও শনিবারই বই মেলার পরিসমাপ্তি ঘটে।’ তিনি আরও বলেন, ‘এবারের মেলার অভিজ্ঞতা যেহেতু খুব ভালো হল, তাই বইপ্রেমীদের চাহিদা অনুযায়ী আগামী বছর বই মেলার দিন বাড়ানোর চেষ্টা করবো আমরা।’



Like Us On Facebook