.

দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি দত্তকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(এসবিএসটিসি) পরিচালন পর্ষদের ডিরেক্টর পদে নিয়োগ করা হল। শুক্রবার রাতে এই কথা জানানো হয়েছে দূর্গাপুরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী তথা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি দত্তকে। এই খবর চাউর হতেই দুর্গাপুরের ব্যবসায়ী মহলে খুশির হাওয়া। কবি দত্ত বলেন, ‘শুক্রবার রাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ফোনে একথা আমাকে জানান। আমার এই বিষয়ে কোন প্রত্যাশা ছিল না। তবে দায়িত্ব যখন দেওয়া হয়েছে তখন তা আন্তরিক ভাবে পালনের চেষ্টা করবো। সরকারের সমস্ত সংস্থায় যদি অন্তত একজন ব্যবসায়ী প্রতিনিধি রাখা হয় তবে সাধারণ মানুষ থেকে সমাজের সকলের সার্বিক উপকারই হবে বলে আমি মনে করি।’

Like Us On Facebook