সোশ্যাল মিডিয়ায় দেখা ছয় সিটের ইলেকট্রিক বাইক থেকেই মেলে অনুপ্রেরণা। এরপর নিজের ব্যাবসার প্রয়োজনে দশ আসনের ইলেকট্রিক বাইক তৈরি করে তাক লাগালেন দুর্গাপুরের এক ফুলের ব্যবসায়ী। দুর্গাপুরের ধুবচুড়িয়ার বাসিন্দা ফুলের ব্যবসায়ী ছোটন ঘোষ ওরফে মনু মাত্র ২২ দিনের মাথায় তৈরি করে ফেলেন আস্ত একটা দশ আসন বিশিষ্ট ইলেকট্রনিক বাইক। নিজের ব্যাবসার প্রয়োজনে দশ জন কর্মীকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সহজে যেতেই এই কম খরচে তৈরি করেন বাইক বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, বাইকটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। একবার চার্জে খরচ হচ্ছে মাত্র ৮টাকা। চলবে ১০০কিলোমিটার পর্যন্ত বলে দাবি ছোটনের। ছোটন বলেন, ‘আমার এই বাইকটি ইলেকট্রিক চার্জ ছাড়া সৌরবিদ্যুতেও চালানো যাবে।’ যেখানে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দামে মানুষের নাভিশ্বাস উঠেছে সেখানে অত্যন্ত কম খরচে দশ আসন বিশিষ্ট ইলেকট্রিক বাইক এখন সকলের নজর কাড়ছে। তাই ছোটনের কম খরচের দশ আসন বিশিষ্ট ইলেকট্রিক বাইক দেখতে প্রতিদিন ভিড় জমছে ধুবচুড়িয়ায়।