এতদিন বিড়ি বাঁধলেও উন্নতির সিঁড়ি অধরা ছিল দুর্গাপুরের বেনাচিতির হেমন্ত পল্লীর উত্তম সরকারের। কথায় বলে বিড়ি হল উন্নতির সিঁড়ি। একসময় বিড়ি খেতে অভ্যস্ত অনেকের জীবনে বদল এসেছে পরে। উত্তম সরকার পেশায় বিড়ি শ্রমিক হলেও এতদিন জীবনে উন্নতির সিঁড়ি অধরা ছিল। উত্তমের জীবন এবার প্রকৃতই উত্তম হতে চলেছে। হঠাৎ করে পাওয়া লটারির ৫১ লক্ষ টাকা কপাল ফেরাচ্ছে উত্তমের।
লটারিতে ৫১ লক্ষ টাকা পেয়ে দুর্গাপুরের বেনাচিতির হেমন্ত পল্লীর উত্তম সরকার যেন আকাশের চাঁদ হাতে পেল। গতকাল বিকেলে ডেলি লটারিতে প্রথম পুরস্কার পায় উত্তম। পুরস্কারের সংবাদ পাওয়ার পর উত্তমের পরিবারে খুশির হাওয়া। আনন্দে কেঁদে ফেললেন উত্তম। উত্তমের লটারি পাওয়ায় তার প্রতিবেশিরাও খুশি। তার প্রতিবেশিরা বলেন স্বামী স্ত্রী মিলে বিড়ি বেঁধে সংসার চালায়। ভাড়া বাড়িতে খুব কষ্টে থাকে উত্তমের পরিবার। স্বামী স্ত্রী মিলে বিড়ি বেঁধে খুব কষ্টে ছেলেকে পড়াচ্ছে। ওদের স্বপ্ন ছিল ছেলে যেন তাদের মত বিড়ি শ্রমিক না হয়। সে যেন শিক্ষা অর্জন করে সমাজে প্রতিষ্ঠা পায়। তাদের এই স্বপ্ন এখন সফল হতে চলেছে লটারির প্রাপ্য টাকায়।