আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন দখল করতে মরিয়া বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরের ৪৩ ওয়ার্ডেই প্রার্থী দিতে সোমবার বিজেপির রাজ্য নেতৃত্বের শীর্ষনেতার কাঁকসার বাঁশকোপা হোটেলে দুর্গাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে এক দলীয় সাংগঠনিক বৈঠক করেন। এই দলীয় বৈঠকে আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচনে বিজেপির নির্বাচনী প্রচারের রূপরেখা থেকে দলবদলে বিভিন্ন দল থেকে আগত নেতা কর্মী, চুড়ান্ত প্রার্থী তালিকা ও বুথ ভিত্তিক ভোট কর্মী নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্র মারফৎ জানা গেছে।
আরও জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যেই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে চায় বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই মর্মেই সোমবারের দলীয় বৈঠক হয় কাঁকসায়। রাজ্য জুড়ে বিজেপির লাগাতার বিভিন্ন কর্মসূচি একই সঙ্গে দুর্গাপুরেও দলবদলে বিজেপি কর্মী সংখ্যা বাড়ার ফলে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঝোঁক বাড়ায় সূত্রের খবর বিজেপির প্রার্থী তালিকা দীর্ঘ হওয়ায় কার্যত বিজেপি রাজ্য নেতৃত্ব তাড়াহুড়ো না করে খুব সন্তর্পনেই প্রার্থী তালিকা তৈরি করছেন বলে খবর। এদিনের বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতা সুব্রত চট্টোপাধ্যায়, ডা. সুভাষ সরকার, সায়ন্তন বসু ও সঞ্জয় সিং-এর মতো নেতারা পৌর সভায় ভাল ফল করতে দুর্গাপুরের শীর্ষ নেতাদের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে বাঁশকোপা হোটেলে আলোচনা সারেন।